Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭: 17ছোট পর্দায় জনপ্রিয়তায় অনেক আগেই ছাড়িয়ে গেছেন সকলকে। মোশাররফ করিম এখন বাংলাদেশের ব্রান্ডে পরিণত হয়েছেন। তিনি আবারো ফিরছেন বড় পর্দায়। আর তার বিপরীতে অভিনয় করবেন এখনকার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।
বড় পর্দায় খুব একটা দেখা যায় না ছোট পর্দায় রাজত্ব করা মোশাররফ করিমকে। তবে যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন সবই জনপ্রিয়তা পেয়েছে। দ্বারুচিনি দ্বীপ, টেলিভিশনের মত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন অনেক। জালালের গল্পে অভিনয় কে জিতে নিয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। আর অজ্ঞাতনামায় সাবলিল অভিনয়ের জন্য দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছেন মোশাররফ করিম।
ওয়াজেদ আলী সুমনের ‘ফালতু’ নামের কমেডি সিনেমায় দেখা যাবে মোশাররফ করিম ও মাহিয়া মাহিকে। বেশ আগেই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন মাহি। মঙ্গলবার চূড়ান্ত হলেন মোশাররফ করিম। কমেডি এই ছবিতে মোশাররফকে দেখা যাবে ঠক হিসেবে আর মাহি বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণী। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
পরিচালক বলেন, ‘’গল্প পড়ে মোশাররফ ভীষণ খুশি। সঙ্গে সঙ্গেই রাজি হয়েছেন। ফেব্র“য়ারির শেষ সপ্তাহে শুটিংয়ে যাব।”
মাহি বলেন, ‘’গল্পটি দারুণ। ‘দবির সাহেবের সংসার’-এর পর আবারও কমেডি ছবিতে কাজ করতে যাচ্ছি। তা ছাড়া সুমন ভাইয়ার হাত ধরে চলচ্চিত্রে এসেছি। মোশাররফ ভাই বড় মাপের অভিনেতা। এবার নিশ্চয়ই ভালো কিছু হবে।”