Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭: 18জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার পুনর্নিরীক্ষার পর আরো ৪০৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
রোববার সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড জেএসসি ও মাদ্রাসা বোর্ড জেডিসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষার ফল জানা যাবে।
ঢাকা বোর্ড সূত্র জানায়, ঢাকা শিক্ষা বোর্ডে ১ হাজার ৫৭৮ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। এতে ২৩৮ জন শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া নতুন করে ৪০৬ জন জিপিএ-৫ পেয়েছে। এ বছর জেএসসি-জেডিসির ফলাফল চ্যালেঞ্জ করে ঢাকা বোর্ডে ২৬ হাজার ৮৮৪ শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিল।

২০১৬ সালের জেএসসি-জেডিসিতে ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করে। জিপিএ-৫ পায় ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন। পুনর্নিরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এখন বেড়ে যাবে।
গত বছরের ২৯ ডিসেম্বর জেএসসি-ডেজিসি পরীক্ষার ফল প্রকাশ হয়। পরের দিন ৩০ ডিসেম্বর থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত এই ফল পুনর্নিরীক্ষার আবেদন করে শিক্ষার্থীরা।
ফল পুনর্নিরীক্ষণে নতুন করে খাতা দেখা হয় না। শুধু নম্বরের যোগফল ঠিক আছে কি না, উত্তরের সব নম্বর যোগ হয়েছে কি না এবং অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) ফরম সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না তা দেখা হয়।