Sat. Sep 20th, 2025
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭: 100সার্চ কমিটির কাছে পাঁচটি করে নাম প্রস্তাব করবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলগুলো। পৃথকভাবে দলগুলো নাম প্রস্তাব করলেও কয়েকটি নাম সব দলের প্রস্তাবে থাকবে বলে সূত্র জানিয়েছে।
আজ সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আজ জোটের বৈঠকে জামায়াতের পক্ষে মঞ্জুরুল ইসলাম, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানসহ শরিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা জানান, তাদের জোটের শরিকদের মধ্যে বিএনপি, এলডিপি, জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম ও মুসলিম লীগ (এমএল)-এই সাতটি দল নাম প্রস্তাব করার জন্য সার্চ কমিটির চিঠি পেয়েছে।