Fri. Sep 19th, 2025
Advertisements

14kখােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: ঘরের বা গাড়ির দরজা খোলার মতোই এবার চাবি দিয়ে খোলা যাবে ফেইসবুক অ্যাকাউন্ট। তবে যেনতেন চাবি হলে এমনটি করা যাবে না, ইউএসবি প্রযুক্তিনির্ভর বেশ কয়টি মডেলের ডিজিটাল চাবি কাজে লাগিয়ে এমনটি করা যাবে।
অনেকটা পেনড্রাইভের আদলে তৈরি ডিজিটাল চাবিগুলো ব্যবহারের আগে ফেইসবুকের নিরাপত্তা সেটিংস অপশনে প্রবেশ করে চাবির মডেলটি সংযুক্ত করতে হয়। পরে ফেইসবুকে প্রবেশের সময় ডিভাইসে চাবিটি প্রবেশ করানোর পাশাপাশি পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ নির্দিষ্ট চাবি ছাড়া অন্য কেউ ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না।
মূলত ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা বৃদ্ধি করতেই ডিজিটাল চাবি সমর্থন সেবা চালু করেছে ফেইসবুক। ইউবাইকি ও ফিডো ইউ২এফ সিকিউরিটি কি নামের ডিজিটাল চাবিগুলোর দাম যথাক্রমে ১৮ ও ২১ ডলার।