খােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: নীলফামারী ডোমারে বাকডোকরা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, নবীন বরণ ও কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা দেয় হয়েছে। ৩০জানুয়ারী সোমবার সকাল ১১টায় প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি। সহকারী প্রধান শিক্ষক খাদেমুজ্জামান, সহকারী শিক্ষক শাহাবুর রহমান, রবিউল ইসলাম, যোগেশ চন্দ্র, চন্দ্র কিশোর রায়, শক্তিপদ রায়, শামসুদ্দোহা, হরিপদ রায়, ধবলী রাণী রায়, হোসাইন আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। পরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র/ছাত্রীদের বরণ সহ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।