Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: 55গত অক্টোবরে মুক্তি পেয়েছে করন জোহর পরিচালিত সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল। তারকাবহুল সিনেমাটিতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা। শোনা যাচ্ছে, এবার আরো একটি তারকাবহুল সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এ নির্মাতা।
দুই ভাইয়ের একই মেয়ের প্রেমে পড়ার গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এতে অভিনয় করবেন শাহরুখ খান ও রণবীর কাপুর। সিনেমায় দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন তারা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে ভাবা হচ্ছে দীপিকা পাড়ুকোনকে। তবে বর্তমানে করনের পছন্দের তালিকায় আরো রয়েছেন ক্যাটরিনা কাইফ। তাই দুজনের একজনকে দেখা যেতে পারে এ সিনেমায়। শেষ পর্যন্ত শাহরুখ-রণবীরের সঙ্গে কাকে রোমান্স করতে দেখা যাবে তার অপেক্ষায় দর্শক।

এর আগে শোনা গিয়েছিল, শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করবেন করন জোহর। কিন্তু শেষ পর্যন্ত এ গুঞ্জন সত্য নয় বলে জানান এ নির্মাতা।