খােলা বাজার২৪, বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭: মোহাম্মদ সোহেল, নোয়াখালী: ১৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১৫২ জন গরিব মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে নোয়াখালী পৌরসভা। প্রতি মাসে এক হাজার টাকা করে পৌর বৃত্তি পাবে এ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল ৪ টায় নোয়াখালী পৌরসভা কার্যলয় প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকার চেক হস্তান্তর কার্যক্রম শুরু হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব শহিদ উল্যা খান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ইলিয়াস শরীফ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্যা, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল।
অনুষ্ঠানে পৌর কাউন্সিলরগণ, কর্মকর্তা, সাংবাদিক, পৌর এলাকার সকল মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।