খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৭: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের ইছামতি নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সিরাজদিখান থানার এস আই জাহাঙ্গির জানান, বৃহস্পতিবার দুপুরে দোসরপাড়া এলাকার বাসিন্দারা ইছামতি নদীতে একটি লাশ ভাসতে দেখে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করে সিরাজদিখান থানায় এনে মুন্সীগঞ্জ মর্গে পাঠায়।
তিনি আরো জানান, অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। তার পরনে লাল রং এর শুধু গেঞ্জি ছিল। তার গায়ে কোন আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তে পরে বোঝা যাবে কিভাবে যুবক মারা গেছে।