Mon. Sep 22nd, 2025
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০১৭: 19যারা মনে করেন বয়স মানুষকে ধীর ও অক্ষম করে দেয়, নিঃসন্দেহে তারা অ্যালা ইলিনিচনা লিভুসকিনাকে চেনেন না। কয়েকটি তথ্যে আপনার চোখ কপালে উঠবে। এই নারীর বয়স প্রায় ৯০ বছর। তিনি মস্কোর রাইয়াজান সিটি হসপিটালে সার্জন হিসাবে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, প্রতিদিন তিনি নিজ হাতে ৪টি অপারেশন করেন।
৮৯ বছর চলছে অ্যালার। যে বাসায় থাকেন সেখানে প্রতিবন্ধী ভাতিজি এবং তার পালিত ৭টি বিড়ালের দেখাশোনাও করেন। সার্জন হিসাবে তিনি ৬৭ বছর ধরে কর্মরত আছেন। ইতিমধ্যে তার হাতে ১০ হাজারেরও বেশি সফল অস্ত্রোপচার হয়েছে। এই বয়সেও তার অবসরে যাওয়ার বা অস্ত্রপচারের কাজ থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই।

সংবাদমাধ্যমকে এই বিস্ময়কর নারী বলেন, চিকিৎসক হয়ে কাজ করে যাওয়া কেবল পেশা নয়, এটা জীবনযাপনের পথও বটে। অবসরের কথা জানতে চাইলে হাসিমুখে বলেন, আমি যদি কাজ বন্ধ করে দিই, তাহলে আমার দায়িত্ব থাকা অপারেশনগুলো কে করবেন?
মনে করা হচ্ছে, তিনিই এই পৃথিবীর সবচেয়ে বয়স্ক সার্জন যিনি এখনো এমন জটিল কাজ করে যাচ্ছেন। এই বয়সে সুস্থ থাকাও এক অবাক করা বিষয়। এর রহস্য কি? অ্যালা বলেন, দীর্ঘায়ু লাভের ক্ষেত্রে আমি কোনো উপায়ের কথা জানি না। আমি সব খাই, খুব হাসি আর অনেক কান্না করি। দেখুন এই নারী কিভাবে হাসিমুখে কাজ করে যাচ্ছেন।