Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭: 5রোজ ভ্যালি তদন্ত এ বার নয়া মোড় নিল। মুখ লুকোতে বোরখা পরে ইডি অফিসে রোজ ভ্যালির নায়িকা।ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ রোজ ভ্যালি তদন্তে গ্রেফতার হয়েছেন। এরই মধ্যে রাজ্য পুলিশে এক ভিডিও ফুটেজ দাবি করছে, রোজ ভ্যালি তদন্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরটের পক্ষে দায়িত্বে থাকা কর্তা মনোজ কুমারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী-তথা একাধিক বাংলা ছবির অভিনেত্রীশুভ্রা কুণ্ডুর।
তাঁদের দু’জনকে এক সঙ্গে মুম্বইয়ের হোটেলেও দেখা গিয়েছে বলে ওই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে।এই অভিযোগ ওঠার পরেই ইডি মনোজ কুমরাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয়। একই সঙ্গে রোজ ভ্যালি কেলেঙ্কারিতে মনোজ কুমারের ভূমিকা যাচাই করতে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই মনোজ কুমার জেরা করেছে ইডি। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় শুভ্রা কুণ্ডুকে। সকলেই ইডি অফিসে আসার কথা থাকলেও বিকেলে আসেন শুভ্রা। তবে প্রকাশ্যে ঢুকতে চাননি।

নিজের গাড়ি থাকলেও একটি ক্যাব ভাড়া করে বিকেল সোয়া চারটে নাগাদ তিনি ইডি অফিসে আসেন। সংবাদমাধ্যমের চোখ ফাঁকি দিতে বোরখা পরে আসেন। কিন্তু রাত ন’টা নাগাদ ইডি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময়ে ধরা পড়ে যান শুভ্রা। দ্রুত গাড়িতে উঠে পড়ার আগে ক্যামরেবন্দি হয় তাঁর ছবি। তবে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খোলেননি তিনি।