‘খােলা বাজার২৪, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭: নববিশ্ব নবগান গাইবে আবার সাম্য, অসম্প্রদায়িকতার গান’ এই স্লোগাণকে নিয়ে গত ২ ফেব্রুয়ারি, ২০১৭ শুরু হল স্টামফোর্ড ডিবেট ফোরামের আয়োজনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এসএসজি নবম স্টামফোর্ড জাতীয় বিতর্ক প্রতিযোগতিার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ। তিনি বলেন, ‘স্টামফোর্ড ডিবেট ফোরাম আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব। এবারের আয়োজনে দেশের সকল বিতার্কিকদের জানাচ্ছি অভিননন্দন।’
অনুষ্ঠানের অতিথি নিএজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেন, ‘আমাদের সময়ে বিতর্ক করতে গিয়ে জেতার বিষয়টি মূখ্য হয়ে ওঠে। বিতর্কের মূল কথা জেতা নয়, একটি মানসম্পন্ন তথ্য ভিত্তিক বিতর্ক করা। বিতর্ক করার সঙ্গে গবেষণার সম্পর্ক রয়েছে। বিতর্ক প্রতিযোগিতা আমাকে শক্তি দিয়েছিল, আবার বলি জিতবার জন্য বিতর্ক নয়। বিতর্ক হবে জেতাবার জন্য।’
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুপারস্টার গ্রুপের হেড অব এইচ আর খোন্দকার গোলাম আজম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আরিফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসডিএফ-এর চিফ কোÑঅর্ডিনেটর মো. আল মামুন এবং ক্লাবের প্রেসিডেন্ট ও টুর্নামেন্ট ডিরেক্টর মিরাজুল