খােলা বাজার২৪, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭ স্মার্টফোনের বাজারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেল মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। পাঁচ বছর পর মঙ্গলবার বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার অবস্থান পরিবর্তনের এ ঘটনা ঘটে।
মঙ্গলবার অ্যাপল জানিয়েছে, আইফোন ৭ বিক্রি থেকে রেকর্ড পরিমাণ মুনাফা হয়েছে। ২০১৬ সালের শেষ তিন মাসে আইফোন ৭ বিক্রি হয়েছে ৭৮ দশমিক ৩ মিলিয়ন ইউনিট। এই সময়ে আইফোন বিক্রি থেকে ১৮শ’ কোটি ডলার মুনাফা করেছে অ্যাপল।
বাজার বিশ্লেষকেরা জানান, একই সময়ে স্যামসাং ৭৭ দশমিক ৫ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে।
যদিও গত অক্টোবরে অ্যাপল জানিয়েছিলে, তাদের ফোন বিক্রি পড়ে গেছে।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলছেন, ‘অতীতের যেকোন সময়ের চেয়ে এখন আইফোন বিক্রির পরিমাণ বেড়েছে।’
তিনি আরও জানান, ‘একইভাবে আমরা এখন ম্যাক, অ্যাপল ঘড়ি ও সার্ভিস বিভাগগুলোর জন্য নতুন লক্ষ্যমাত্রা ঠিক করছি।’
এদিকে, স্মার্টফোন বাজারে অবস্থান বদলের পর অ্যাপলের শেয়ার আগের চেয়ে শতকরা তিন ভাগ বেড়েছে। অ্যাপল এবার চীনে যে পরিমাণ আইফোন বিক্রি করেছে সেটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিক্রিকেও ছাড়িয়ে গেছে। সূত্র: দ্য গার্ডিয়ান ও বিবিসি