Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বোয়ালমারীতে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ 30ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড়ে মরিয়ম-বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭জন শিক্ষার্থীর মাঝে গতকাল শনিবার (০৪.০২.১৭) শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ঢাকা দক্ষিন সিটি কর্রোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মাদ বিলাল প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন এবং সমাবেশে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় পারদর্শী করতে দুইজন শিক্ষকের হাতে দুটি ট্যাব তুলে দেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, অধ্যাপক মাহিদুল হক, সাংবাদিক সৈয়দ আমিনুর রহমান আচ্চু, সৈয়দ হাবিল আলী প্রমুখ। এরপর শেখর ইউনিয়নের সহ¯্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ট্যাব এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খান মো. বিলাল।