Sat. Sep 20th, 2025
Advertisements

8kখােলা বাজার২৪, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭: বাবার ফেলে যাওয়া রাজনীতির হাল ধরার পাশাপাশি বাবার আদর্শেই নিজেকে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের বড় ছেলে সৌমেন সেনগুপ্ত।
রোববার ল্যাবএইড হাসপাতাল থেকে সুরঞ্জিত সেনের মরদেহ তার জিগাতলা বাসভবনে পৌঁছানোর পর গণমাধ্যমের সাথে আলাপকালে বড় ছেলে সৌমেন সেনগুপ্ত এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, বাবার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। তাঁরই নির্দেশে আমি বাবার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করে যাব।
প্রসঙ্গত, বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। শুক্রবার সঙ্কটাপন্ন অবস্থায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক অবস্থায় চিকিৎসকরা তার ফুসফুসের সংক্রমণ শনাক্ত করে।
শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।