Fri. Sep 19th, 2025
Advertisements

38সিরাজদিখানে সিরাজগঞ্জে শাহজাদপুরে মেয়রের গুলিতে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে গতকাল রবিবার বেলা ১১ টায় সিরাজদিখানের সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

দৈনিক সমকালের সিরাজদিখান প্রতিনিধি ইমতিয়াজ বাবুলের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কে. এন. ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন ইকু, দৈনিক যুগান্তরের সুব্রত দাস রনক, ক্লাবের সহ সভাপতি আসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, ক্রাইম ভিশনের সম্পাদক মোক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক বাবুল মল্লিক, আব্দুল্লা আল মাসুদ, সালাউদ্দিন সালমান, সুলতানা আক্তার, আরিফ হোসেন হারিস প্রমুখ।

এসময় সাংবাদিকরা দোষীদের আইনের আওতায় এতে দ্রুত বিচারের দাবি জানান।