Wed. Sep 17th, 2025
Advertisements

52খােলা বাজার২৪, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭: বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ছন্দ খুঁজে পেয়েছেন রুবেল হোসেন। পূর্বাঞ্চলের বিপক্ষে পাঁচ উইকেট তুলে নিয়েছেন দক্ষিণাঞ্চলের এই বোলার। এছাড়াও দারুণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়ায় দ্বিতীয় ম্যাচে লিটনকে ছাড়াই খেলতে নামে পূর্বাঞ্চল। তবে সুবিধা করে উঠতে পারেনি দলটি। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৪ রানেই অলআউট হয় পূর্বাঞ্চল।
রোববার দিনের শুরুটা করেছিলেন মোস্তাফিজ। ইনিংসের প্রথম বলেই ইরফান শুক্কুরকে বোল্ড করেন। এরপর বল হাতে আগুন ঝরান রুবেল। একে একে আউট করেন মেহেদী মারুফ, তাসামুল হক, অলক কাপালি, সাকলাইন সজীব ও খালেদ আহমেদকে। ফলে প্রথম শ্রেণির ক্যারিয়ারে তৃতীয় বারের মতো পাঁচ উইকেট তুলে নেন রুবেল।
তাকে যোগ্য সঙ্গ দেন মোস্তাফিজ, অধিনায়ক আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী। ১০ ওভার বল করে ২২ রান দিয়ে ৫টি উইকেট পান রুবেল। আর ৯ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে ২টি উইকেট পান মোস্তাফিজ। এছাড়া সোহাগ গাজী ২টি ও আব্দুর রাজ্জাক ১টি উইকেট নেন।