Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭: 63দাঁতের হলদে দাগ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? হাতের কাছেই থাকা কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে দাঁতের হলুদ ভাব দূর করতে পারবেন। তবে এগুলো যেহেতু কেমিক্যালমুক্ত উপাদান, সেহেতু চটজলদি সমাধান আশা করবেন না। এসব উপাদান ব্যবহারে ধীরে ধীরে সাদা হবে দাঁত।দাঁত সাদা করবে নারিকেল তেল জেনে নিন কোন কোন উপাদান ব্যবহার করবেন দাঁত সাদা করার জন্য-
বেকিং সোডা
আঙুলে সামান্য বেকিং সোডা নিয়ে দাঁতে ঘষুন। এটি দাঁতের হলদে দাগ দূর করার পাশাপাশি মুখের ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করবে।

নারিকেল তেল
প্রাকৃতিকভাবে দাঁত সুস্থ রাখতে নারিকেল তেলের বিকল্প নেই। ১ চা চামচ নারিকেল তেল মুখের মধ্যে নিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ভালো করে মুখ ধুয়ে নিন। এতে দাঁত সাদা হবে ও ক্ষতিকারক জীবাণু দূর হবে।
লেবু
লেবুর রসের সঙ্গে লবণ মিশিয়ে দাঁত ব্রাশ করুন। এক চিমটি লবণ ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে সপ্তাহে দুইবার দাঁত ব্রাশ করুন। ধীরে ধীরে ঝকঝকে ভাব চলে আসবে দাঁতে।
কলার খোসা
কলার খোসার ভেতরের অংশ দাঁতে ঘষুন প্রতিদিন সকালে। দূর হবে দাঁতের হলদে দাগ।