Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭:  19পারিবারিক কোন সূত্রে না, অভিনয় দিয়েই বলিউডে টিকে থাকা অভিনেত্রীর নাম বিদ্যা বালান। দীর্ঘদিন ধরে একটা সুপ্ত ইচ্ছে ছিল নায়িকার। এতদিনে প্রকাশ্যে বলে ফেললেন সে কথা। আর এই ইচ্ছার কথা নিয়ে খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়াসহ অন্যান্য ভারতীয় মিডিয়া।
আমির খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছে তাঁর দীর্ঘদিনের। কিন্তু এখনও পর্যন্ত সুযোগ হয়ে ওঠেনি। সম্প্রতি ‘দঙ্গল’ আয়োজিত পার্টিতে হাজির ছিলেন বিদ্যা।

জনপ্রিয় নায়িকা বললেন, ‘আমি আমিরের সঙ্গে কাজ করতে চাই। তার জন্য একটা ভাল স্ক্রিপ্ট দরকার। অনেকদিন ধরে ভেবেছি এটা। কিন্তু কী ধরনের চরিত্র হবে, তা অবশ্য ভাবিনি। আর শুধু আমির নন, সব ভাল পরিচালক, লেখক এবং অভিনেতার সঙ্গেই কাজ করতে চাই।’
‘দঙ্গল’ দেখে অভিভূত বিদ্যা। তাঁর মতে, এই ছবির সব বিভাগই অসাধারণ। কুস্তি নিয়ে এমন ছবি এই প্রথম বলে দাবি করেছেন তিনি।