খােলা বাজার২৪, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭: আজ (৭ ফেব্রুয়ারি, ২০১৭) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আর্টস এ-সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. এ.টি.এম. জহুরুল হক ভোর ৫ টায় স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্টামফোর্ডের অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি ইউজিসি’র চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সরকারি পদে তাঁর অবদান রেখেছেন।
তাঁকে ঢাকাস্থ মিরপুর কবরস্থানে দাফন করা হয়। তার আত্মার শান্তি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে স্টামফোর্ড পরিবার।