Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭: 18মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহান বলেছেন, আমি যখন কোরআন পাঠ করি তখন শান্তি অনুভব করি।
সম্প্রতি কুয়েতের এক টিভি টক শোতে হাজির হয়ে এ কথা বলেন লোহান। অনুষ্ঠানের উপস্থাপক শোয়াইব রশিদকে ইসলাম নিয়ে তার চিন্তা সম্পর্কেও বলেন এ অভিনেত্রী।

কোরআন নিয়ে ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপ করায় যে সমালোচনায় পড়েছিলেন সে সম্পর্কেও বলেছেন ৩০ বছর বয়সী এ অভিনেত্রী।
লোহান বলেন, কোরআন হাতে নিয়ে ছবি পোস্ট করায় আমেরিকানরা আমাকে নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু আমি মনে করি কোরআন আমার কাছে একটি নিরাপদ বিষয়।
তিনি বলেন, ইংরেজিতে আমি কোরআনের ১৫ পাতা পড়েছি। আরবি ভাষা লেখার চেষ্টা করছেন বলেও জানান লোহান।
লোহান বলেন, আমি মোবাইলে কোরআন শুনি। আমার একটি অ্যাপ আছে।
কোরআন পাঠে আপনি কেমন অনুভব করেন রশিদের করা এমন প্রশ্নের জবাবে লোহান বলেন, আমি শান্তি অনুভব করি। এছাড়া ইসলামের নিয়মানুযায়ী ধর্ম পালনের চেষ্টাও করছেন তিনি।
তার এক কুয়েতের বন্ধুর সঙ্গে এর আগে রোজাও রেখেছেন লোহান। তবে রোজা রাখা কঠিন মনে হলেও তা খুবই ভালো বলে মন্তব্য করেন লোহান।
গত জানুয়ারি মাসে ইনস্টাগ্রাম থেকে কোরআন নিয়ে আপ করা সব ছবি ডিলিট করেন লোহান। তবে সেখানে অলাইকুম আসসালাম লেখাটি তিনি ডিলিট করেননি।
এদিকে টক শোতে ধর্ম পরিবর্তনের কথাটি অস্বীকার বা স্বীকার কোনোটাই করেননি এ অভিনেত্রী।