Tue. Sep 16th, 2025
Advertisements

Badruddin Ahmed

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭:পূবালী ব্যাংক লিমিটেড ট্রেনিং ইন্সটিটিউট এর সাবেক প্রিন্সিপাল, সফল ব্যাংকার বদরুদ্দিন আহমেদ (৭৬) গত ২৪ জানুয়ারি ২০১৬ তারিখে রাজধানীর মালিবাগের বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি …. রাজেউন)। কুমিল্লা শহরের পুরাতন মৌলভীবাড়ীর বাসিন্দা বদরুদ্দিন আহমেদ ১৯৬৮ সালে অগ্রণী ব্যাংকে (তৎকালীন হাবিব ব্যাংক) কর্মজীবন শুরু করেন। অগ্রণী ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটের উপমহাব্যবস্থাপক ও পরিচালক হিসেবে ১৯৯৯ সালে অবসর গ্রহণ করে তিনি সিটি ব্যাংক লিমিটেড এ (২০০০-২০০৩), পূবালী ব্যাংক লিমিটেড ট্রেনিং ইন্সটিটিউটে (২০০৩-২০১১), ব্যাংক এশিয়া লিমিটেডে ট্রেনিং কনসালটেন্ট (২০১২-২০১৩) হিসেবে কর্মরত ছিলেন। কর্মপ্রিয় এই ব্যাংকার ব্যক্তিত্ব মৃত্যুর পূর্ব পর্যন্ত বিভিন্ন ব্যাংকে জবংড়ঁৎপব ঢ়বৎংড়হ হিসেবে ংবংংরড়হ পড়হফঁপঃ করে গেছেন। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।