Thu. Sep 18th, 2025
Advertisements

30খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭: ফ্রান্সের ৭০তম কান চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দাগ’। উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগের জন্য ছবিটি নির্বাচিত হয়েছে। মুক্তিযুদ্ধের গল্পের ওপর ভিত্তি করে ‘দাগ’ ছবিটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন জসীম আহমেদ।
ছবিটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী প্রমুখ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার এবং এর সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া।
ছবিটি প্রসঙ্গে শারমিন জোহা শশী বলেন, “‘দাগ’ চলচ্চিত্রটি কান উৎসবে প্রদর্শিত হওয়ার খবর শুনে অনেক ভালো লেগেছে। দেশের গল্পের ওপর অনেক নাটকে অভিনয় করেছি। তবে ‘দাগ’-এর গল্প অসাধারণ। এটা সবার মনেই দাগ কেটে যাওয়ার মতোই গল্প। আমি সবসময় ভালো গল্প ও চরিত্র নির্ভর চরিত্রে কাজ করতে পছন্দ করি। ‘দাগ’ ছবির মতো আরো অনেক ভালো গল্পের ছবিতে আমি অভিনয় করতে চাই।”
পরিচালক জসীম আহমেদ এর আগে দেশের গল্পের ওপর প্রামাণ্যচিত্র ও নাটক নির্মাণ করেছেন। ‘দাগ’ তাঁর নির্মাণের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বলে জানান তিনি।