Mon. Sep 15th, 2025
Advertisements

62খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭: বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র নোয়াখালী অঞ্চলের সকল ব্রাঞ্চ ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার’দের অংশ গ্রহনে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ০৯টায় জেলা শহরের হোয়াইট হল কনফারেন্স রুমে আয়োজিত এ সমন্বয় সভায় আশা নোয়াখালীর সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা’র এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুমন কর্মকার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা নোয়াখালী জোনের জোনাল ম্যানেজার মোঃ মোশারফ হোসেন, অডিট ম্যানেজার সাইফুল হুদা চেীধুরী, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আবু বকর সিদ্দীক।
সভায় বিগত ৬ মাসের লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন বিশ্লেষন করা হয় এবং নোয়াখালী জেলায় ২০১৭ সালে ৭৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় বেসরকারী উন্নয়ন সংন্থা হিসেবে আশা স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, ফিজিওথেরাপি, স্যানিটেশন, ভার্মিকম্পোস্ট ইত্যাদি জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় চাহিদার নিরিখে আরও সম্প্রসারণ, মানোন্নয়ন ও জোরদারের জন্য গুরুত্বপূর্ন আলোচনা করা হয়েছে।