Thu. Sep 18th, 2025
Advertisements

24খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : নিজেদের গ্রাহকদের জন্য লাইভ স্ট্রিমিং ফিচার এনেছে জনপ্রিয় ভিডিও দেখা ও শেয়ারের সাইট ইউটিউব। এর সাহায্যে মোবাইল থেকে যে কোনো ভিডিও লাইভ শেয়ার করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
তবে এই ফিচারের সেবা কেবল তারাই পাবেন যাদের ইউটিউবে ১০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
ইউটিউবের মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি মোবাইল লাইভ স্ট্রিমিং করা যাবে। স্ট্রিমিং করা ভিডিও-তে সেই সব ফিচার থাকবে যা এমনই ভিডিও-তে থাকে।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি সুপারচ্যাট সেবাও চালু করা হয়েছে। এর মাধ্যমে টাকা রোজগার করা যাবে। ২০টির বেশি দেশের ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।
এই ফিচার ব্যবহার করার জন্য মোবাইলে ইউটিউব অ্যাপ থাকাটা বাধ্যতামূলক। অ্যাপে দেওয়া ক্যাপচার বাটনে ক্লিক করে লাইভ স্ট্রিমিং চালু করা যাবে।
ইউটিউবে প্রথম হলেও লাইভ স্ট্রিমিং সেবা অনেক আগে এনেছে ফেসবুক ও টুইটার। প্রতিযোগিতার দৌড়ে এই দুই প্ল্যাটফর্মের চেয়ে এগিয়ে থাকতে ফিচারটি এনেছে গুগলের ভিডিও দেখার সাইটটি।