Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : এভারেস্টসহ হিমালয়ের বিভিন্ন চূড়ায় ওঠার পথে থাকা বিভিন্ন বেজ ক্যাম্পে ওয়াই-ফাই জোন চালুর পরিকল্পনা এঁটেছে নেপাল সরকার। নির্দিষ্ট স্থানে বসানো এসব জোনে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে।
পর্যটন ব্যবসা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ে তথ্য বিনিময় ব্যবস্থা সহজ করতেই এ উদ্যোগ নিয়েছে দেশটি। এ বিষয়ে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি (এনটিএ) চেয়ারম্যান দিগম্বর ঝা জানান, প্রাথমিকভাবে লুকলা-ইবিসি এবং অন্নপূর্ণায় ওয়াই-ফাই জোন দুটি চালু করা হবে।
পরবর্তীতে এ সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। এভারেস্টে বিনা মূল্যে ওয়াই-ফাই জোন চালুর পাশাপাশি দেশটির এক হাজারেরও বেশি প্রত্যন্ত গ্রামে বিনা মূল্যে ওয়াই-ফাই জোন চালু করতে যাচ্ছে নেপাল।