Sat. Sep 20th, 2025
Advertisements

66খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ডাবল শতক করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তার উইলো থেকে আসে ২০৪ রান।
স্ট্রোকের ফুলঝুরি ফুটিয়ে করা ঝকঝক এই ইনিংস কোহলি সাজান ২৪টি বাউন্ডারিতে। তার রানে ভর করে ভারতও বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়তে চলেছে।
২০৪ রানের পথে কোহলি টেস্ট ক্রিকেটের ইতিহাসে গড়েছেন বিরল সব রেকর্ড। তিনিই এখন একমাত্র ব্যাটসম্যান যিনি টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন।
কোহলির আগে কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যান এবং আরেক ভারতীয় রাহুল দ্রাবিড়ের টানা তিনটি সিরিজে ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে। সেটিই শুক্রবার বাউন্ডারি মেরে ভেঙে দিলেন ভারতীয় অধিনায়ক।
একই সঙ্গে তিনি ঘরের মাঠে বীরেন্দর শেহবাগকে টপকিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন।
শেহবাগ ২০০৪-০৫ সেশনে ১৭ ইনিংসে চার শতক ও তিন অর্ধশতকে ৬৯ গড়ে করেছিলেন ১১০৫ রান।
সেটি ভাঙতে কোহলি আরও দুই ম্যাচ কম খেললেন, প্রায় ৯০ গড়ে চার শতক ও দুটি অর্ধশতকে করলেন ১১৬৮ রান।
এর আগেই অবশ্য হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে কোহলি শতক তুলে গড়েন আরেকটি রেকর্ড। এখন পর্যন্ত যেসব টেস্ট দলের বিপক্ষে তিনি খেলেছেন, শতক পেয়েছেন। অবশ্য পাকিস্তান আর জিম্বাবুয়ের বিপক্ষে কোনো টেস্ট খেলা হয়নি এই ভারতীয় সেনসেশনের।