Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খােলা বাজার২৪, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ :  এই প্রথম কোনো দেশে ‘গুগল স্টেশন’ তৈরি করতে চলেছে গুগল। আর সেই স্টেশন তৈরি হচ্ছে ভারতেরই পুণে শহরে। এতে গোটা শহরটাকেই মুড়ে ফেলা হবে হাই-স্পিড ইন্টারনেট সেবা দিয়ে। অর্থাৎ গোটা শহরটাই হয়ে যাচ্ছে ওয়াই-ফাই সিটি।
পুণেকে স্মার্ট সিটি বানানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক খবরে জানিয়েছে ইকনোমিকস টাইমস।
পুণেতে ওই ওয়াইফাই স্টেশন তৈরি হচ্ছে গুগল, আইবিএম, এল অ্যান্ড টি ও রেলটেল-এর উদ্যোগে। খরচ ধরা হয়েছে ১৫০ কোটি রুপি।
ভারতের একাধিক রেল স্টেশনে ওয়াই-ফাই সেবা দিতে শুরু করেছে গুগল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার গোটা একটি শহরকেই ওয়াই-ফাই সেবার আওতায় আনছে মার্কিন প্রতিষ্ঠানটি।
এই সেবা চালু হলে কেবল একটি ওটিপি ব্যবহার করেও শহরের যে কোনো জায়গা থেকে ওয়াইফাই সেবা পাওয়া যাবে।
সূত্রের খবরে প্রকাশ, এই সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে দেবে এল অ্যান্ড টি।