Mon. Sep 15th, 2025
Advertisements
16700174_1099822650139840_3425881_nখােলা বাজার২৪, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ :  আজ প্রজন্ম মওলানা ভাসানীর প্রতিষ্ঠাতা সভাপতি এম এন শাওন সাদেকী ও জাগপা ছাত্র লীগের সভাপতি সাইফুল আলম এক যৌথ বিবৃতিতে বলেন, সাগর-রুনির হত্যা কাণ্ডের ৫ বছর পুর্ন হলেও বিচার পায়নি মেঘ। সরকারের দেয়া ৪৮ ঘণ্টার প্রতিশ্রুতি ৬০ মাসেও পুরুন হয় নি। সাংবাদি মহলে আজ চলছে চাপা আতঙ্ক। এদিকে রাষ্ট্রপতি খুনের মামলার আসামিদের কে মুক্ত করে দিচ্ছে । দেশে আজ পুলিশ তদন্তের নামে চালাচ্ছে রাম রাজত্ব্য, তারা যা ইচ্ছা তাই করছে যা দেশের জন্য আসংকা জনক।এবাবে কোন দেশ চলতে পারেনা।
সাগর-রুনির সন্তান মেঘ কি ন্যায়বিচারজন্য আজ ধারেধারে গুরে বেড়াচ্ছে। এর বিচার করতে হলে সরকারকে  ১৯০ ডিগ্রীতেটান করতে হতে পারে।
আমাদের দাবি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। সারাদেশে যত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে  সবগুলো ঘটনার সাথে যারা জরিত তাদের  বিচারের আওতায় আনতে হবে। যারা বা যত বড় মাপের লোক এর সাথে জড়িত থাকুক না কেন এর চিচারের দাবী জানাচ্ছি।
এই সরকারের আমলে আদৌ বিচার হবে কিনা সেটা সারা জাতির সাথে আমাদেরও সন্দেহ রয়েছে।সরকার যদি  ৪০ বছর আগের যুদ্ধাপরাধীর বিচার করতে পারে, তাহলে কেন এই  হত্যাকান্ডের বিচার করতে পারবেনা।