Thu. Sep 18th, 2025
Advertisements

47খােলা বাজার২৪, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ : নায়ক শাকিব খানের নাচের প্রশংসা অনেক আগে থেকেই করে আসছেন দর্শক। ১৭ বছরে ফিল্ম ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গানে ঠোঁট মিলিয়ে নাচতে দেখা গেছে তাকে।
মালেক আফসারীর ‘মনের জ্বালা’ ছবিতে একটি গানও গেয়েছিলেন তিনি। তবে ভক্তদের মাতাতে বাদ্যযন্ত্রের তালে মাইক্রোফোন নিয়ে সরাসরি গান করলেন এই প্রথম।
গেল মাসের শেষে পশ্চিমবঙ্গের নন্দিগ্রামে একটি স্টেজ শো-তে তিনি গান গেয়ে মঞ্চ মাতান। শাকিবের কণ্ঠে তার ‘বসগিরি’ ছবির ‘মন তোকে ছাড়া’ শিরোনামের গানটি শুনে উৎসুক হাজারো জনতা করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়েন!
এমনই একটি ভিডিও পাওয়া গেল ইউটিউবে। জানা গেছে, সেখানকার পল্লী উৎসবে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন শাকিব খান। গান পরিবেশনার পর তিনি তার জনপ্রিয় কিছু গানে নেচেও দর্শকদের মাঝে বাড়তি আনন্দ ছড়ান।
শাকিব বর্তমানে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ছবিতে কাজ করছেন। এই ছবিতে শাকিবের নায়িকা কলকাতার শুভশ্রী। এছাড়া নায়িকা বুবলীর সঙ্গে ‘অহংকার’ নামের আরও একটি ছবিতে তিনি অভিনয় করছেন। পাশাপাশি ভেঙ্কটেশের প্রযোজনায় কোয়েল মল্লিকের সঙ্গে শিগগিরই একটি ছবি শুরুর ঘোষণা দিবেন শাকিব।

https://youtu.be/PIi6pIcgf6c