Tue. Sep 23rd, 2025
Advertisements

36খােলা বাজার২৪, রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ :  যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির খরচ ধারণার চেয়ে বেশি পড়ার আশঙ্কা করলেও তা কমিয়ে আনবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার টুইটারে দুটি পৃথক পোস্টে খরচ কমিয়ে আনার কথা বললেও তা কীভাবে সম্ভব তা পরিষ্কার করেননি তিনি।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) একটি অভ্যন্তরীন প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার দেয়াল নির্মাণের আনুমানিক খরচের একটি খবর প্রকাশ করে রয়টার্স।
ওই প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ‘প্রাচীর’ তৈরিতে খরচ পড়বে ২১৬০ কোটি ডলার। নির্মাণকাজ শেষ হতে সময় লাগতে পারে সাড়ে তিন বছর।
এই হিসাব প্রাচীর নির্মাণের অনুমিত খরচের চেয়ে অনেক বেশি।
নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প দেয়াল তৈরিতে ১২শ’ কোটি ডলার খরচ হবে বলে দাবি করেছিলেন।
আর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান ও সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল বলেছিলেন, এতে ১৫শ’ কোটি ডলার খরচ হতে পারে।
ডিএইচএস এপ্রিল কিংবা মে মাসের মধ্যে কংগ্রেসের কাছ থেকে তহবিল পাবে এবং এর মধ্যে কাজের জন্য ঠিকাদার খুঁজে নিয়ে সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু করারও যথেষ্ট সময় থাকবে বলেও প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়েছে।
ফ্লোরিডায় অবকাশকেন্দ্র থেকে এক টুইটে ট্রাম্প বলেন, “সরকারের ভাবনার চেয়ে ওই সীমান্ত প্রাচীর তৈরি করতে খরচ বেশি হবে বলে আমি পড়েছি। তবে আমি এখনো এই নকশা বা প্রাচীর তৈরির আলোচনায় যুক্ত হইনি।”
ফ্লোরিডায় যে অবকাশকেন্দ্র থেকে টুইটটি এসেছে সেখানে সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবেও সন্ত্রীক রয়েছেন।
পৃথক টুইটে তিনি আরও বলেন, “আমি যখন বিষয়টি দেখবো, এফ-৩৫ ফাইটারজেট বা এয়ার ফোর্স ওয়ানের মতো সেখানেও ব্যয় কমে আসবে!