Fri. Sep 19th, 2025
Advertisements

44খােলা বাজার২৪, রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ :  রোজ কিছু না কিছু নতুন ফিচার নিয়ে এসে চমক দিচ্ছে ফেসবুক। সামনে ভ্যালেন্টাইন ডে’র অপেক্ষায় রয়েছে গোটা পৃথিবীর প্রেমিক জুগল। আর এদের চমক দেওয়ার জন্যে নতুন কিছু আনবে না তা কখনো হতে পারে না। তাই এবার ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের আয়োজন করছে ফেসবুক।
ফেব্র“য়ারির ১৩ তারিখ থেকে নিউজ ফিডে মেসেজ আসবে পপ আপ আকারে। সেখানে আপনাকে ‘হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে’ জানানো হবে। সেখানে পাবেন অনেকগুলো ভার্চুয়াল কার্ড। এসব কার্ড আপনি আপনার বন্ধু ও প্রেমিক প্রেমিকাকে পাঠাতে পারবেন। কাজেই ভ্যালেন্টাইন্স ডে’র মেসেজে ঠাসা নিউজ ফিডের জন্য তৈরি হয়ে যান।
ফেসবুক জানায়, এই কার্ডগুলো নিউ ইয়র্ক এবং লন্ডনের শিল্পীদের একটি দল ডিজাইন করেছে। এমনকি যারা এই বিশেষ দিনটিকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করেন, তারাও যথেষ্ট আগ্রহী হয়ে উঠবেন। গত বছর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ২৫ শতাংশ বেশি মানুষ ফেসবুকে ব্যস্ত ছিলেন। এরা দিনটির দুই সপ্তাহ আগে থেকেই ব্যস্ত হয়ে পড়েন। ভালোবাসার এই দিনটিকে তাই বিশেষ গুরুত্বের সঙ্গে নিয়েছে ফেসবুক।