Wed. Sep 17th, 2025
Advertisements

pio........................খােলা বাজার২৪, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭: আল-মাসুম: দেশের ইতিহাসে এই প্রথম নারী হিসেবে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে নিলেন বেগম কামরুন নাহার। গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) তিনি এ পদে যোগদান করেন। এক তথ্য বিবরণীতে এতথ্য উল্লেখ করা হয়।

কর্মজীবন শেষ করায় গতকাল তথ্য অধিদফতরের সদ্য সাবেক প্রধান তথ্য কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা এবং বেগম কামরুন নাহারকে প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, কামরুন নাহার বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ছিলেন তিনি। চাকরি জীবনের ৩১ বছর ধরে সরকারের বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

বেগম কামরুন নাহার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, কর্মজীবন শেষ করায় গতকাল রোববার তথ্য অধিদফতরের সদ্য সাবেক তথ্য অফিসার ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা এবং বেগম কামরুন নাহারকে প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।