Fri. Sep 19th, 2025
Advertisements
1486814359খােলা বাজার২৪, মঙ্গলবার,  ১৪ফেব্রুয়ারি ২০১৭: বাংলাদেশে প্রথমবারের মতো জাল নোট শনাক্তকারী মোবাইল নিয়ে এলো উদ্ভাবনী মোবাইল ফোন ব্যান্ড ডিগো।
‘ডিগো ডিটেক্টর’ নামের এই ফোনটিতে জাল নোট শনাক্তকরণের জন্য আল্ট্রাভায়োলেট লাইট ব্যবহার করা হয়েছে। যা একটি নির্দিষ্ট বাটনকে প্রয়োগ করে সহজেই ব্যবহার করা যাবে। এ ছাড়া ফোনটিতে শক্তিশালী ৩০০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার কারণে ফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।
জাল টাকা শনাক্তকরণ ও পাওয়ার ব্যাংক সুবিধাছাড়াও ফোনটিতে রয়েছে একটি শক্তিশালী টর্চলাইট, যা দুইটি মোডে ব্যবহার করা যাবে। ফোনটিতে প্লাস্টিক বডি ও মেটাল গার্ড দেয়া হয়েছে। এ ছাড়া বডির দুই পাশে কার্ভ থাকায় ফোনটি ধরতেও আরামদায়ক।
২.৪ ইঞ্চি স্ক্রিন ও জিএসএম ৯০০/১৮০০ ডুয়াল সিম সুবিধাসহ ফোনটিতে রয়েছে ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা ও ভিডিও করার সুবিধা, ওয়ারলেস এফএম রেডিও, লাউড স্পিকারে অডিও গান শোনার সুবিধা, ইন্টারনেট ও ব্লু-টুথ ব্যবহারের সুবিধা।
এছাড়া ফোনটিতে সর্বোচ্চ ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। জাল নোট শনাক্তকারি মাল্টিপারপাস পাওয়ার ব্যাংক মোবাইলটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ১৭৯০ টাকায়।