Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37গত কয়েক বছর ধরে ফেসবুকের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে গেছে। সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সাল পর্যন্ত এর গ্রাহক সংখ্যা দাঁড়ায় ১৮৬ কোটিরও বেশি। এর মধ্যে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী সংখ্যা ২ কোটি ৪০ লাখ। সব মিলিয়ে ২০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক থেকে কিছুটা দূরে অবস্থান করছে প্রতিষ্ঠানটি। তবে কিছুদিনের মধ্যেই তারা এ মাইলফলক স্পর্শ করবে বলেও জানায় কর্তৃপক্ষ।
এ সম্পর্কে প্রযুক্তি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান জ্যাকডাউ রিসার্চের প্রধান বিশ্লেষক জ্যান ডাউসন বলেন, ফেসবুক যেভাবে এগোচ্ছে, তাতে এ বছরের শেষ নাগাদ ২০০ কোটি ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছাবে প্রতিষ্ঠানটি। এটি এমন একটি মাইলফলক, যা কোনো ইন্টারনেট কোম্পানি স্পর্শ করতে পারেনি। ফেসবুক যাত্রা শুরু করে ২০০৪ সালের ৪ ফেব্র“য়ারি। এরপর থেকে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে থাকে সাইটটি। মার্ক জাকারবার্গের হাত ধরে সামাজিক এ যোগাযোগ মাধ্যম মানুষের কাছে পৌঁছায়। বর্তমানে তিনিই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।