Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭:  হোয়াটসঅ্যাপের মেসেজ নোটিফিকেশন চেক করা দিয়ে অনেকেরই সকালের ঘুম ভাঙে। অনেকের আবার দিনের ব্যস্ত সময়ে আসা মেসেজের রিপ্লাই দিতে দিতে রাতে ঘুমাতে যাওয়া হয়। তাৎক্ষণিক মেসেজ আদানপ্রদানের এই অ্যাপ এখন গল্প-আড্ডা বা জরুরি কাজেরও ভরসা হয়ে উঠেছে। কিন্তু ২৪ ঘণ্টা যে চ্যাটিং অ্যাপে এত কথা বলছেন, নানান কিছু শেয়ার করছেন তার সব ফিচার কি আপনার জানা আছে?
মাঝেমাঝেই আপডেট হতে থাকে অ্যাপগুলোর সংস্করণ। আর এই আপগ্রেডেশনের সঙ্গে জুড়ে যায় কিছু নতুন ফিচার। কোথায় লুকিয়ে থাকে নতুন ফিচারগুলো তা অনেক সময় চোখে পড়ে না। তাই আপনি জানতেও পারেন না, এসবও হয় আপনার অ্যাপে!

এমনই কিছু ফিচার আছে হোয়াটসঅ্যাপে যা এখনও আপনার নজরেই আসেনি। একঝলকে দেখে নিন এইসব ফিচারগুলো:-
টু-স্টেপ ভেরিফিকেশন: এবার টু-স্টেপ ভেরিফিকেশন দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে আরও সুরক্ষিত করতে পারবেন। আপনার স্মার্টফোন চুরি হয়ে গেলেও হোয়াটসঅ্যাপ নিয়ে ‘নো টেনশন’। আপনার রেজিস্টার্ড হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে অন্য ফোনে অ্যাপটি ব্যবহার করতে গেলে দিতে হবে আপনার সেট করা ছয় ডিজিটের ‘পাস-কোড’। এই ‘পাস-কোড’ ছাড়া টু-স্টেপ ভেরিফিকেশনে অসমর্থিত হোয়াটসঅ্যাপ নম্বর অন্য কেউ ব্যবহার করতে পারবে না।
গ্রুপ চ্যাটে কারা কারা পড়েছে আপনার মেসেজ: ওয়ান টু ওয়ান চ্যাটের ক্ষেত্রে মেসেজের পাশে ব্লু টিক দেখে আপনি সহজেই বুঝতে পারেন আপনার মেসেজ আপনার বন্ধু পড়ে ফেলেছেন। কিন্তু সমস্যা হয় গ্রুপ চ্যাটে। গ্রুপের একাধিক সদস্যের কারা আপনার মেসেজ পড়েছে তা হয়ত আপনি বুঝতে পারেন না। জানার উপায় রয়েছে কিন্তু। মেসেজটি ট্যাপ করে কিছুক্ষণ হোল্ড করুন, একটি ‘র’ বাটন আসবে। সেই বাটনে ক্লিক করলেই জানতে পারবেন কে কে পড়েছে আপনার মেসেজ।
ইয়ারপিস না লাগিয়েই ভয়েস মেসেজ শুনুন ইয়ারপিস মোডে: টাইপ করার সুযোগ নেই, তাই বন্ধু পাঠিয়েছেন ভয়েস মেসেজ। কিন্তু ইয়ারফোন ছাড়া এত লোকের মাঝে কী করে শুনবেন মেসেজ? সেই ট্রিক লুকিয়ে আছে আপনার হোয়াটসঅ্যাপেই। ভয়েস মেসেজের ‘প্লে’ বাটনে ক্লিক করে সঙ্গে সঙ্গে ফোন ধরে ফেলুন কানে। নিজে থেকেই ভয়েস মেসেজ স্পিকার-মোড থেকে চলে যাবে ইয়ারপিস মোডে।
গ্রুপ চ্যাটেও দেওয়া যায় নির্দিষ্ট মেসেজের জবাব: গ্রুপ চ্যাটে একসঙ্গে এক-একজন এক এক রকম কথা বলতে থাকে। কিন্তু আপনি কী করে কোনো একটি নির্দিষ্ট মেসেজের রিপ্লাই করবেন? সহজ কাজ। মেসেজটির উপর ট্যাপ করে হোল্ড করুন। মাথার উপর দেখতে পাবেন একটি ব্যাকওয়ার্ড অ্যারো বাটন। ওই বাটনে ক্লিক করলেই নিদির্ষ্ট মেসেজের নিচে রিপ্লাই লেখার জন্য স্পেস চলে আসবে। সেখানে রিপ্লাই লিখুন আর সেন্ড করে দিন।
হোয়াটসঅ্যাপেও করতে পারবেন বোল্ড-ইট্যালিক: হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে আপনার লেখা কোনো টেক্সটকে বোল্ড বা ইট্যালিক করতে চান? টেক্সটটির আগে এবং পরে দিন অ্যাসটেরিক (*) সিম্বল এবং সেন্ড করে দিন। চ্যাট উইন্ডোয় আপনার পাঠানো টেক্সট বোল্ড হয়ে যাবে। অন্যদিকে, একইভাবে টেক্সটের আগে ও পরে আন্ডারস্কোর (থ) দিলে টেক্সট হয়ে যাবে ইট্যালিক।