Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

67খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭:  ছবি তোলা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ- কোন কাজে ব্যবহার হচ্ছে না ড্রোন। তবে যাত্রী পরিবহনে হয়তো ড্রোন ব্যবহারের কথা আপনি শুনেননি।
জুলাই মাসে দুবাইয়ের আকাশে উড়বে যাত্রীবাহী ড্রোন। এমনই ঘোষণা দিয়েছে দুবাই সরকার।

চীনের ইএইচএএনজি কোম্পানির সঙ্গে মিলে এই ড্রোন নিয়ে আসছে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ।
‘ইএইচএএনজি-১৮৪’ ব্র্যান্ডের এই অটোনমাস এরিয়াল ভেহিকল ড্রোন একজন যাত্রী বহনে সক্ষম। এটি ১১ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে।
বলা হচ্ছে, ‘ইএইচএএনজি-১৮৪’ নামের এই যাত্রীবাহী ড্রোন সবচেয়ে নিরাপদ, অত্যাধুনিক এবং পরিবেশবান্ধব। মাঝারি থেকে স্বল্প দূরত্বে যোগাযোগ এবং পরিবহন হিসেবে এ ড্রোন ব্যবহার করা হবে।