Tue. Sep 16th, 2025
Advertisements

69খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭:  উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম মালয়েশিয়ায় খুন হয়েছেন। তিনি গুপ্তহত্যার শিকার বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
ন্যামকে কুয়ালালামপুর বিমানবন্দরে বিষ প্রয়োগে হত্যা করা হয়। নর্থ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপসহ অন্যান্য সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা। তবে সবাই অসমর্থিত সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে।

দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাতে ইয়নহাপ জানায়, কিম জং ন্যাম সোমবার সকালে মালয়েশিয়ার খুন হয়। এর বেশি কিছু জানায়নি।
চোসান টেলিভিশন চ্যানেল জানায়, দুজন অপরিচিত নারী ন্যামকে কুয়ালালামপুর বিমানবন্দরে আক্রমণ করে সুইয়ের মাধ্যমে বিষ প্রয়োগ করে। ওই দুই নারী উত্তর কোরিয়া দ্বারা পরিচালিত বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়ান পুলিশের ধারণা, এই হত্যার পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে। অবশ্য চোসান টেলিভিশন চ্যানেলও দক্ষিন কোরিয়ার বিভিন্ন সূত্রের বরাতে সংবাদটি প্রকাশ করেছে।