Tue. Sep 23rd, 2025
Advertisements

11খােলা বাজার২৪, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ : টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের ক্রিকেটারদের চাহিদা আছে। আইসিসির র‌্যাংকিং তো সে কথাই বলছে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশকে পেছনে ফেলেছে আফগানরা। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান দশম; আর আফগানিস্তান রয়েছে নবম স্থানে।
আফগান দলে রয়েছেন কয়েকজন ভালো মানের ক্রিকেটার। সেটা বুঝতে বাকি নেই আইপিএল কর্তাদেরও। আসন্ন আইপিএলের নিলামে সুযোগ পেয়েছেন আফগানিস্তানের পাঁচ ক্রিকেটার। আফগান পাঁচ ক্রিকেটার হলেন- আসগর স্টানিকজাই, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ, রশিদ খান ও দাওলত জারদান। এদের মধ্যে মোহাম্মদ শাহজাদ ও রশিদ খানের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।

এবারের নিলামে সহযোগী দলগুলো থেকে মোট ছয়জন ক্রিকেটার ডাক পেয়েছেন। তাদের মধ্যে আফগানিস্তানেরই পাঁচজন। আর আরব আমিরাতের একজন খেলোয়াড় রয়েছেন এই তালিকায়; তিনি হলেন- চিরাগ সুরি।