Tue. Sep 16th, 2025
Advertisements

40kখােলা বাজার২৪, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ : নব গঠিত নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা শপথ নিবেন আজ।
নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ চার নির্বাচন কমিশনারকে শপথবাক্য পড়াবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বুধবার বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বেলা ৩টায় সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথবাক্য পড়াবেন।
গত ৬ ফেব্র“য়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেন সাবেক সচিব কে এম নুরুল হুদাকে। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরীকে।
এর আগে গত ২৫ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের সার্চ কমিটি। এই কমিটি ১০ জনের একটি তালিকা ৬ ফেব্র“য়ারি রাষ্ট্রপতির কাছে জমা দেন। ওই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি এই পাঁচজনকে নির্বাচন কমিশনে নিয়োগ দেন।