Fri. Sep 19th, 2025
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭: 1মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ভুল তথ্য দিয়ে বই লেখার সাহস তারা কীভাবে পেল?’ তিনি জানান, বইটির তথ্য বিকৃতির ব্যাপারে পাকিস্তানকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে বাংলাদেশ।
গতকাল বুধবার জাতীয় সংসদে শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ পাকিস্তানের একটি বই তুলে ধরেন। তিনি জানান, বইটির নাম ক্রিয়েশন অব বাংলাদেশ, মিথস এক্সপ্লোডেড। পাকিস্তানের জুনায়েদ আহমেদের লেখা। তোফায়েল আহমেদ বলেন, ‘এ বইটির মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণহত্যা, ত্রিশ লক্ষ শহীদ; সবকিছুর বিরুদ্ধে বিভিন্নভাবে তারা মিথ্যা তথ্য উত্থাপন করে বইটি পাঠিয়েছে তাদের আইএসআই।’

তোফায়েল আহমেদ আরো বলেন,’এই বইয়ের সঙ্গে খালেদা জিয়ার বক্তব্যের হুবহু মিল আছে। এটা হলো সবচেয়ে বড় কথা। সেজন্য তিনি শহীদদের নিয়ে প্রশ্ন তুলেছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া গণহত্যা হয়েছে এটা নিয়ে প্রশ্ন তুলেছে। ওই প্রশ্ন তুলেই যেন বিদেশি প্রভুদের সুযোগ করে দেওয়া, এটাই বোধহয় তার ইচ্ছে ছিল এবং তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বইয়ে। সেটা আবার পাঠায় বাংলাদেশে। এত দুঃসাহস তাদের কোথা থেকে আসল। এটাই আমাদের প্রশ্ন।’ তিনি আরো বলেন, ‘এসব ঘটনায় বাংলাদেশ থেকে কারা ম“ দেয় তা দেশবাসীর জানা উচিত।’
শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তানের যে কৃতকর্ম, তারা যে গণহত্যা চালিয়েছে, মানুষকে গুলি করে মেরেছে সেগুলোকে এখন উল্টো মুক্তিবাহিনীর ওপর দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। এটা পাকিস্তানের জন্য লজ্জার বিষয়। এ লেখার সাহস তারা কোত্থেকে পেল।’