খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭: শিক্ষার গুনগতমান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইন্টারনাল কোয়ালিটি এসিওরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘কোয়ালিটি অব হায়ার এডুকেশন: পারসপেক্টিভ এন্ড প্রসপেক্ট’ এ বিষয়ে এক সেমিনার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ১৫/০২/২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়। ব্যবসায় অনুষদের ডীন ও আইকিউএসি পরিচালক, প্রফেসর ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে উক্ত সেমিনারে মূল বক্তা ছিলেন আমেরিকার মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অব সোস্যাল ওয়ার্কের প্রফেসর এবং আমেরিকান ইনিষ্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) এর প্রেসিডেন্ট ড. গোলাম এম মাতবর। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বংলাদেশ এর বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এই সেমিনারে অংশগ্রহন করেন। এপ্লায়েড সোসিওলজি এন্ড সোস্যাল ওয়ার্কস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক তানভীর আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলী, এম সি কলেজ, সিলেট এর উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান, নেছওয়ার মিয়া, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া এবং প্রফেসর ড. গোলাম এম মাতবর এর সহধর্মীনি রীনা মাহমুদ। সহযোগী অধ্যাপক তানভীর আহমেদ চৌধুরী সেমিনারে প্রফেসর ড.গোলাম এম মাতবর এর শিক্ষা ও বর্ণাঢ্য কর্মজীবনের পরিচয় তুলে ধরেন এবং এ আই বি এস এর প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান বর্ণনা করেন। প্রফেসর ড. গোলাম এম মাতবর ‘কোয়ালিটি অব হায়ার এডুকেশন: পারসপেক্টিভ এন্ড প্রসপেক্ট’ এ বিষয়ে এক চমৎকার গবেষনা কর্ম উপস্থাপন করেন এবং এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বোর্ড অব ট্র্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী অত্যন্ত প্রয়োজনীয় এই গবেষনা কর্ম উপস্থাপনের জন্য প্রফেসর ড. গোলাম এম মাতবরকে ধন্যবাদ জানান এবং এই সেমিনার থেকে ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তাবৃন্দ অনেক উপকৃত হবেন বলে উল্লেখ করেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মান বাজায় রাখা আমাদের অত্যন্ত প্রয়োজন। তিনি এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের উদ্যোগ এবং এর প্রেক্ষিতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ এর এই সেমিনারের আয়োজনসহ উচ্চ শিক্ষার মান বাড়াতে বিভিন্ন কর্মপদ্ধতির উল্লেখ করেন। আইকিউএসি পরিচালক, প্রফেসর ড. তোফায়েল আহমদ সেমিনার শেষে প্রফেসর ড. গোলাম এম মাতবর এবং অতিথিবৃন্দসহ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।