Mon. Sep 15th, 2025
Advertisements

DSC08176

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭:  আজ (১৬ ফেব্রুয়ারি, ২০১৭) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ঊপড়হড়সরপং ঊংংধু ডৎরঃরহম ঈড়হঃবংঃ -এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। দুই পর্বের এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় প্রতিযোগীদের লিখিত রচনা জমাদানের মাধ্যমে। সেখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মোট দশজন প্রতিযোগী মূল পর্বের জন্য নির্বাচিত হয়, যা অনুষ্ঠিত হয় গত ১৪ জানুয়ারি। ছাত্র-ছাত্রীদের মাঝে বাস্তবিক জ্ঞানের চর্চা, সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে গঠনমূলক ও সৃষ্টিশীল চিন্তাভাবনার পাশাপাশি লেখনীর দক্ষতা বৃদ্ধি করাই ছিলো এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সদস্য রুমানা হক রিতা। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে ফাতিনাজ ফিরোজ বলেন, পুঁথিগত বিদ্যার্জনই একজন ছাত্রের মূল লক্ষ্য হতে পারেনা। বই পড়ার পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও পারিপার্শ্বিক অন্যান্য বিষয়ের চর্চা একজন ছাত্রের মেধাকে আরো বেশি ত্বরান্বিত করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ, উপহার সামগ্রী এবং বিজয়ীদের মাঝে সনদ, নগদ সম্মানীসহ মূল্যবান উপহার সামগ্রী বিতরন করা হয়।বিজয়ী তিনজন হলেন জিন্নাত আরা রেশমা, তাবাসসুম তাজিন এবং মোঃ সাদবিন হোসাইন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে অর্থনীতি বিভাগের জন্য সেমিনার লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাসহ সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের প্রাণবন্ত উপস্থিতি আয়োজনকে আরও বেশি সাফল্যম-িত করেছে।