Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০১৭: 3বলিউড নায়িকা প্রীতি জিনতা সব সময় শহুরে চরিত্রে অভিনয় করে দর্শক মাতালেও এবারই প্রথম অভিনয় করছেন এক সাধারণ গাঁয়ের বধূর চরিত্রে। আর এজন্য শাড়িও পরতে হয়েছে গালে টোল পড়া এই বলিউড সুন্দরীকে।
গত বছর শিল্পপতি জিন গুডএনাফের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রীতি জিনতা। বিয়ের পরপরই শ্যুটিং শুরু করেন নতুন ছবি ‘ভাইয়াজি সুপারহিট’-এর। এই ছবিতে তাকে দেখা যাবে এক সাধারণ পল্লীবধূর চরিত্রে।

এতো বছর শহুরে চরিত্রে অভিনয় করলেও গ্রামীণ প্রেক্ষাপটের কোনো ছবিতে এবারই প্রথম অভিনয় করছেন প্রীতি জিনতা। শহুরে ছবিতে অভিনয়ের কারণে এতোদিন লেহেঙ্গা বা পাকিস্তানি সালোয়ার-কামিজে বেশি দেখা গেলেও চিত্রনাট্যের প্রয়োজনে এবার তাকে দেখা যাবে শাড়িতে। সম্প্রতি ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ ডিজাইনার সংযুক্তার শো-স্টপার উপস্থিত ছিলেন তিনি। সেখানে শাড়ি পরে র‌্যাম্পে হাঁটেন এই টোল পড়া নায়িকা।