Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০১৭: 8জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল মো. সাইফুল আবেদীনকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে এই পদে ছিলেন মেজর জেনারেল আকবর হোসেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট ছিলেন।
ডিজিএফআইয়ের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেনকে ৯ম ডিভিশনের জিওসি করা হয়েছে।
আইএসপিআর সূত্র আরও জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক মহাপরিচালক ও ৫৫ ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নাজিম উদ্দিনকে সিজিএস পদে নিয়োগ দেয়া হয়েছে।
এমএসের মেজর জেনারেল একেএম আবদুল্লাহিল বাকীকে বাংলাদেশ ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট করা হয়েছে।