খােলা বাজার২৪, শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০১৭: একজন মা পারে তাঁর সন্তানকে লেখাপড়া শিখিয়ে সর্বোচ্চ পর্যায়ে নিতে যেতে। আমরা জানি শিশুর অনেক গুণাবলী রয়েছে। গুণাবলী থাকলে হবেনা গুণের চর্চা করতে হবে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গত বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম এর সভাপতিত্বে শিক্ষক আমজাদ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরগাঁও ইউপি চেয়ারম্যান আয়বুর রহমান সিকদার, সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগি আশরাফ উদ্দিন আহমেদ, কূহিনুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলাম, কূহিনুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, লোহাদী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আফরুজা সুলতানা, অবঃ শিক্ষক খাইরুল ইসলাম, কাপাসিয়া ডেন্টাল এসোসিয়েশন সাধারণ সম্পাদক এমদাদুল হক, ইউপি সদস্য ছায়েদুর রহমান দাদু , দেলোয়ারা বেগম শান্তা, আব্দুছ ছোবান, এস এম শামীম, নেয়ামুল খান, মমতাজ বেগম, মাহফুজা বেগম, সাংবাদিক নুরুল আমীণ সিকদার, মোজাম্মেল হক, প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। পরে প্রধান অতিথি বিজয়ী শিশুর্দে মাঝে পুরস্কার বিতরণ করেন।