Mon. Sep 22nd, 2025
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭:  67সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ এর ব্যবহারকারীদের আকৃষ্ট করতে আরও দুটি নতুন ব্রাউজার সংযুক্ত করার উদ্যোগ নিচ্ছে।
একটি হচ্ছে স্ট্যাল্কস্কেন এবং আরেকটি ব্রাউজারের নাম দেয়া হবে ড্যাটা সেলফি। এর মাধ্যমে যে কেউ কারো ব্যক্তিগত তথ্য ও ছবি আরও দ্রুত বের করতে পারবেন।

ড্যাটা সেলফিতে ব্রাউজ করে কারো রাজনৈতিক মতাদর্শ, পছন্দের বিষয় এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য জানা যাবে।
আর স্ট্যাল্কস্কেনে ব্রাউজ করে পুরনো দিনের ছবি দ্রুত বের করা যাবে। তবে এসব তথ্য আগে ফেসবুকে শেয়ার থাকতে হবে।