Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: 6‘ডুব’ নিয়ে প্রাথমিক লুকোচুরি, অতঃপর সম্প্রতি বিতর্কের জল ঘোলা হলে সর্বশেষ ভারতের আনন্দবাজারের প্রতিবেদক ইন্দ্রনীল রায় দেশের একটি অনলাইন দৈনিককে জানিয়েছেন যে, ডুব যে হুমায়ূনের জীবন থেকে নেওয়া সেটি খোদ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীই তাকে জানিয়েছেন।’
এদিকে ছবিটি নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন হুমায়ূন পতœী নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এর প্রেক্ষিতে মিডিয়াতে নির্মাতা ফারুকী বলেছিলেন, ‘মেহের আফরোজ শাওন ডুব নিয়ে আপত্তি জানানোর কে?’

এদিকে গত ১৭ ফেব্র“য়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা ভ্যারাইটি’র একটি প্রতিবেদনে তারা প্রকাশ করেন ইরফান খানের নো বেড অব রোজেস ছবি ঢাকায় নিষিদ্ধ। যদিও প্রকৃত অর্থে ছবিটি নিষিদ্ধ ঘোষিত হয়নি। আপত্তির ভিত্তিতে একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে মাত্র। এদিকে ছবিটি নিয়ে রিলিজের আগেই তাই ফেসবুকসহ নানা গণমাধ্যমে দুই পক্ষের মতযুদ্ধ শুরু হয়ে গেছে।
এরই প্রেক্ষিতে আজ নির্মাতা মেহের আফরোজ শাওন একটি সংবাদ সম্মেলনের উদ্যোগ নিয়েছেন তার দিক থেকে আপত্তি বা চিঠি দেওয়ার বিষয়টি স্পষ্ট করার লক্ষ্যে। অন্যদিকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফিং করেননি। তবে জানা যায়, বিষয়টি নিয়ে ডুব ছবির নির্মাতা ও প্রযোজনা সংস্থাও দ্রুত একটি বক্তব্য ও উদ্যোগ নিয়ে গণমাধ্যমকে জানাবেন।