Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: 66নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অনান্য কমিশনাররা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করবেন। বঙ্গভবনে সোমবার (২০ ফেব্র“য়ারি) বিকেল সাড়ে ৩টায় এ সাক্ষাত অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন রবিবার (১৯ ফেব্র“য়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনার ও অনান্য কমিশনাররা মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করবেন। নিয়োগ পাওয়ার পর এটা হবে রাষ্ট্রপতির সঙ্গে তাদের প্রথম সাক্ষাত।
গত ৬ ফেব্র“য়ারি রাতে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি। এতে কমিশনার হিসেবে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।