Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : 14আগামী ছয় থেকে আট মাসের মধ্যে দেশে চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা (ফোরজি) চালু হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
ফোরজি চালু করার লক্ষে দুই সপ্তাহের মধ্যে চতুর্থ প্রজন্মের উচ্চগতির এ সেবার লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বৈঠকে বিটিআরসিকে যত দ্রুত সম্ভব দেশে ফোরজি চালুর নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে কমিশন পরবর্তী প্রজন্মের এ সেবা দেওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে।

ফোরজি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নতুন পদ্ধতিতে প্রথমে লাইসেন্স দেওয়া হবে। এর পর স্পেকট্রামের নিলাম হবে। এ ক্ষেত্রে বিদ্যমান চারটি অপারেটরকে লাইসেন্স অফার করা হবে। একই সঙ্গে উন্মুক্ত থাকবে নতুন আগ্রহীদের জন্যও।
উল্লেখ্য, ২০১২ সালে টেলিটক ও ২০১৩ সালের শেষ দিকে বেসরকারি অপারেটরগুলো দেশে তৃতীয় প্রজন্মের থ্রিজি সেবা দেওয়া শুরু করে।