খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : নীলফামারীর ডিমলা উপজেলার ইসলামিয়া ডিগ্রী কলেজের একটি কক্ষে ১৯ ফেব্র“য়ারী রবিবার দিনব্যাপী কলেজ শাখার ছাত্রলীগের আয়োজনে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শুভ উদ্ভোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সায়েম সরকার।
এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ লেবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সদর ইউনিয়নের সভাপতি মোঃ ইব্রাহিম কামাল ডিআই, সাধারন সম্পাদক বাবু মোহিত কুমার সিংহ রায়, জেলা পরিষদ সদস্য মোঃ ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বাবু উত্তম কুমার রায়।
এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জালাল উদ্দিন স্বাধীন, উপজেলা প্রজন্মলীগের সভাপতি মোঃ আবু তাহের, মোঃ হারূন অর রশিদ, মহিমা রঞ্জন রায়, বিল্পব চন্দ্র রায়, মোঃ সাজেদুল ইসলাম, মোঃ আলমগীর কবির, দিপু, আলম প্রমুখ।
কলেজ শাখার সাধারন সম্পাদক বাবু দিপক কুমার রায় সঞ্চালনা করেন। উলে¬খ্য যে, কলেজ শাখা ছাত্রলীগ কমিটি ৩ টি অংশে বিভক্ত করা হয়। সভাপতি ডিগ্রী শাখার জামিয়ার রহমান সজিব, সম্পাদক পিকুল চন্দ্র রায়। অনার্স শাখার সভাপতি কবীর ইসলাম ইমন, সম্পাদক মোস্তাকিম ইসলাম। এইচ.এস.সি শাখার সভাপতি রুমন ইসলাম, সম্পাদক মিজানুর রহমান কে নির্বাচিত করে কলেজ শাখার কমিটি গঠন করা হয়।